Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
সিটিজেন চার্টার
ক্রমিক নং সেবার নাম সেবা প্রদান পদ্ধতি ও বিবরণ প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা

ক. ট্রেড ইউনিয়ন

 

রেজিষ্ট্রেশন

খ. শিল্প ভিত্তিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন রেজিষ্ট্রেশন

নির্ধারিত ফরম পূরণপূর্বক আবেদন পত্র দাখিল

নির্ধারিত ফরম (প্রযোজ্য ক্ষেত্রে)শ্রম বিধি ‍‘৫৫(ক),(খ),(গ),(ঙ),(চ)” “৫৬(ক),(খ),(গ),(চ)”

“৫৬(চ),(ছ), ও ৫৭(খ),(ঘ)” এবং শ্রম অধিদপ্তরের কার্যালয় বা ওয়েবসাইট হতে সংগ্রহ

ক. ৫০০/- টাকা

খ. ১০০০/- টাকা

টাকা চালানের মাধ্যমে কোড নং

১-৩১৪১-০০০০-২৬৮১

১. আবেদন পত্র দাখিল

২.আপত্তির সময়সীমা ১৫দিন

৩. উত্তর প্রদান সময়সীমা ১৫ দিন

৪. রেজিষ্ট্রেশন আবেদন নিস্পত্তিকরণ সময়সীমা ৫ দিন

উপ পরিচালক

২.

ক. গঠনতন্ত্র, নাম ও ঠিকানা পরিবর্তন;

খ. ইউনিয়ন সংশ্লিষ্ট বিভিন্ন দলিলের সত্যায়িত কপি প্রদান
স্বব্যাখ্যাত আবেদনের মাধ্যমে চাহিত কপি ও আঞ্চলিক শ্রম দপ্তর, কুষ্টিয়া ।

ক. ১০০০/- টাকা

ক. ৩০০/- টাকা চালানের মাধ্যমে

১-৩১৪১-০০০০-২৬৮১

ক. ১৫ দিন

খ. যথাশীঘ্র

উপ পরিচালক

 

অংশগ্রহণ কমিটি গঠন ও কার্যাবলী তত্ত্বাবধান করা; শ্রম আইন এর ২০৫ ধারা ও বিধি ১৮৩ মোতাবেক নুন্যতম ৫০জন স্থায়ী শ্রমিক/কর্মচারী বিশিষ্ট প্রতিষ্ঠানে নির্বাচন বা মনোনয়নে কমিটি গঠনে সহায়তা করা নির্ধারিত ফরম”৬৩”ও “৬৪” অনুযায়ী কমিটি গঠন পূর্বক তথ্য প্রেরণ,০২ মাস অন্তর অন্তর সভা অনুষ্ঠান পূর্বক কার্যবিবরণী দাখিল এবং আঞ্চলিক শ্রম দপ্তর, কুষ্টিয়া  বিনামূল্যে মালিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিন পূর্বে উপ-পরিচালককেঅবহিত করণ; কার্যবিবরণী দাখিল ০৭ দিন; 

উপ পরিচালক

 

৪.

৪. ক. যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্ধারণ;

খ. কার্যনির্বাহী কমিটির নির্বাচন তত্ত্বাবধান 

একাধিক ট্রেড ইউনিয়ন থাকলে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠান সরেজমিনে তত্ত্বাবধান করা । ---- বিনামূল্যে ১২০দিন

উপ পরিচালক

 

৫. শিল্প বিরোধ নিস্পত্তিকরণ মালিক এবং সিবিএ মধ্যকার বিরোধ নিস্পত্তি না হলে ত্রিপক্ষীয় ভাবে বিরোধ নিস্পত্তি করা; ----- বিনামূল্যে নূন্যতম ৬০দিন অথবা উভয়পক্ষের সম্মতিতে বর্ধিত মেয়াদ

উপ পরিচালক

কারখানা ও শিল্প প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ বাৎরিক লেবার জার্নাল প্রকাশ, ত্রৈমাসিক রিটার্ণ ফরম “সি”, নোটিশ প্রদানের জন্য ফরম “এফ” চাহিত তথ্যাদি স্বব্যাখ্যাত আবেদন প্রকাশনা মূল্য পূর্বের বছরের জার্নাল

উপ পরিচালক

 

৭. অসৎ শ্রম আচরণ সম্পর্কিত অভিযোগ নিস্পত্তি ট্রেড ইউনিয়ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা ও নিস্পত্তি স্বব্যাখ্যাত আবেদন বিনামূল্যে ৬০দিন

উপ পরিচালক

৮. অনলাইন সেবা ইউনিয়ন রেজিষ্ট্রেশন, অভিযোগ ও বিভিন্ন ফরম, তথ্য উপাত্ত এবং আইন, বিধিমালা তথ্যাদি।

ওয়েব সাইট

rlo.kushtia.gov.bd
বিনামূল্যে ২৪ঘন্টা

উপ পরিচালক

 

৯. হট লাইন শ্রমিক কর্মচারীদের শ্রম সংক্রান্ত অভিযোগ তাৎক্ষনিক নিস্পত্তি শ্রমিক কর্মচারীদের শ্রম সংক্রান্ত অভিযোগ তাৎক্ষনিক নিস্পত্তি বিনামূল্যে ২৪ঘন্টা

আঞ্চলিক শ্রম দপ্তর, কুষ্টিয়া

০৭১-৬২৬২৬