ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি ও বিবরণ | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান | সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা | |
|
ক. ট্রেড ইউনিয়ন
রেজিষ্ট্রেশন খ. শিল্প ভিত্তিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন রেজিষ্ট্রেশন |
নির্ধারিত ফরম পূরণপূর্বক আবেদন পত্র দাখিল |
নির্ধারিত ফরম (প্রযোজ্য ক্ষেত্রে)শ্রম বিধি ‘৫৫(ক),(খ),(গ),(ঙ),(চ)” “৫৬(ক),(খ),(গ),(চ)” “৫৬(চ),(ছ), ও ৫৭(খ),(ঘ)” এবং শ্রম অধিদপ্তরের কার্যালয় বা ওয়েবসাইট হতে সংগ্রহ |
ক. ৫০০/- টাকা খ. ১০০০/- টাকা টাকা চালানের মাধ্যমে কোড নং ১-৩১৪১-০০০০-২৬৮১ |
১. আবেদন পত্র দাখিল ২.আপত্তির সময়সীমা ১৫দিন ৩. উত্তর প্রদান সময়সীমা ১৫ দিন ৪. রেজিষ্ট্রেশন আবেদন নিস্পত্তিকরণ সময়সীমা ৫৫ দিন |
উপ পরিচালক |
|
২. |
ক. গঠনতন্ত্র, নাম ও ঠিকানা পরিবর্তন; খ. ইউনিয়ন সংশ্লিষ্ট বিভিন্ন দলিলের সত্যায়িত কপি প্রদান |
স্বব্যাখ্যাত আবেদনের মাধ্যমে | চাহিত কপি ও আঞ্চলিক শ্রম দপ্তর, কুষ্টিয়া । |
ক. ১০০০/- টাকা ক. ৩০০/- টাকা চালানের মাধ্যমে ১-৩১৪১-০০০০-২৬৮১ |
ক. ১৫ দিন খ. যথাশীঘ্র |
উপ পরিচালক
|
|
৩ | অংশগ্রহণ কমিটি গঠন ও কার্যাবলী তত্ত্বাবধান করা; | শ্রম আইন এর ২০৫ ধারা ও বিধি ১৮৩ মোতাবেক নুন্যতম ৫০জন স্থায়ী শ্রমিক/কর্মচারী বিশিষ্ট প্রতিষ্ঠানে নির্বাচন বা মনোনয়নে কমিটি গঠনে সহায়তা করা | নির্ধারিত ফরম”৬৩”ও “৬৪” অনুযায়ী কমিটি গঠন পূর্বক তথ্য প্রেরণ,০২ মাস অন্তর অন্তর সভা অনুষ্ঠান পূর্বক কার্যবিবরণী দাখিল এবং আঞ্চলিক শ্রম দপ্তর, কুষ্টিয়া | বিনামূল্যে | মালিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিন পূর্বে উপ-পরিচালককেঅবহিত করণ; কার্যবিবরণী দাখিল ০৭ দিন; |
উপ পরিচালক
|
|
৪. |
৪. ক. যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্ধারণ; খ. কার্যনির্বাহী কমিটির নির্বাচন তত্ত্বাবধান |
একাধিক ট্রেড ইউনিয়ন থাকলে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠান সরেজমিনে তত্ত্বাবধান করা । | ---- | বিনামূল্যে | ১২০দিন |
উপ পরিচালক
|
|
৫. | শিল্প বিরোধ নিস্পত্তিকরণ | মালিক এবং সিবিএ মধ্যকার বিরোধ নিস্পত্তি না হলে ত্রিপক্ষীয় ভাবে বিরোধ নিস্পত্তি করা; | ----- | বিনামূল্যে | নূন্যতম ৬০দিন অথবা উভয়পক্ষের সম্মতিতে বর্ধিত মেয়াদ |
উপ পরিচালক |
|
৬ | কারখানা ও শিল্প প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ | বাৎরিক লেবার জার্নাল প্রকাশ, ত্রৈমাসিক রিটার্ণ ফরম “সি”, নোটিশ প্রদানের জন্য ফরম “এফ” চাহিত তথ্যাদি | স্বব্যাখ্যাত আবেদন | প্রকাশনা মূল্য | পূর্বের বছরের জার্নাল |
উপ পরিচালক
|
|
৭. | অসৎ শ্রম আচরণ সম্পর্কিত অভিযোগ নিস্পত্তি | ট্রেড ইউনিয়ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা ও নিস্পত্তি | স্বব্যাখ্যাত আবেদন | বিনামূল্যে | ৬০দিন |
উপ পরিচালক |
|
৮. | অনলাইন সেবা | ইউনিয়ন রেজিষ্ট্রেশন, অভিযোগ ও বিভিন্ন ফরম, তথ্য উপাত্ত এবং আইন, বিধিমালা তথ্যাদি। |
ওয়েব সাইট rlo.kushtia.gov.bd |
বিনামূল্যে | ২৪ঘন্টা |
উপ পরিচালক
|
|
৯. | হট লাইন | শ্রমিক কর্মচারীদের শ্রম সংক্রান্ত অভিযোগ তাৎক্ষনিক নিস্পত্তি | শ্রমিক কর্মচারীদের শ্রম সংক্রান্ত অভিযোগ তাৎক্ষনিক নিস্পত্তি | বিনামূল্যে | ২৪ঘন্টা |
আঞ্চলিক শ্রম দপ্তর, কুষ্টিয়া ০৭১-৬২৬২৬ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস